কমিটির কাঠামো পদবী স্ংখ্যা সভাপতি ১ (পুরুষ/মহিলা) সহ-সভাপতি ১ (পুরুষ/মহিলা) সম্পাদক ১ (পুরুষ/মহিলা) কোষাধক্ষ্য ১ (পুরুষ/মহিলা) সদস্য ৫ – ১১ (২০-২৫ খানা থেকে একজন সদস্য) মোট ৯-১৫ ভিডিসি গ্রাম উন্নয়ন কমিটির প্রত্যেক সদস্য কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে সমান ভোটাধিকার প্রয়োগের সুযোগ রয়েছে। সভার কোরাম হতে হলে কমিটির এক তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি অবশ্যই লাগবে।